Local Time

Translate in your Language

একলা থাকা মানুষ,

আমি ভীষণ একলা থাকা মানুষ,
আমি ভীষণ আমার ভেতর থাকি।
যত্ন করে খুব খেয়ালে রোজ,
'আমি'টাকে আমার ভেতর রাখি।
আমি ভীষণ অভিমানের মেঘ,
আমি ভীষণ ক্লান্ত একা ভোর।
কষ্টগুলো রোজ জমিয়ে ভাবি,
সুখগুলো সব থাকুক না হয় তোর।
আমি ভীষণ মন খারাপের দিন,
আমি ভীষণ কান্না মাখা রোদ।
অশ্রুগুলো বর্ষা জলে ভাসাই,
ঋণগুলো সব না হয় হল শোধ......

একবার ছোঁব......

শুধু তোমাকে একবার ছোঁব,
ঐ আনন্দে কেটে যাবে সহস্র জীবন।
শুধু তোমাকে একবার ছোঁব,
অহংকারে মুছে যাবে সকল দীনতা।
শুধু তোমাকে একবার ছোঁব,
স্পশসুখে লিখা হবে অজস্র কবিতা।
শুধু তোমাকে একবার ছোঁব,
শুধু একবার পেতে চাই অমৃত আস্বাদ।
শুধু তোমাকে একবার ছোঁব,
অমরত্ব বন্দী হবে হাতের মুঠোয়।
শুধু তোমাকে একবার ছোঁব,
তারপর হব ইতিহাস।

পাগলটা শুধু তোকেই ভালবাসে

তুই আমাকে কষ্ট দিস
তারপরও তোকে ভালবাসি
তুই
আমাকে কাদাতে ভালবাসিস
তারপরও তোকে ভালবাসি
তুই আমাকে দেখতে পারিস না
তারপরও তোকে এক পলক
দেখতে অস্থির
হয়ে থাকি .........
এত কিছুর পরো তুই
আমাকে স্বার্থপর ভাবিস
তাইতো তোকে নিঃস্বার্থ
ভাবে ভালবাসি
এতটা ভালবাসি বলেই
তো এতটা
কষ্ট সহ্য করার পরও বারবার
তোর কাছে ছুটে আসি
বলতে পারিস এটা হয়তো আমার
পাগলামি কিন্তু
পাগলামি বল আর যাই বল এই
পাগলটা শুধু
তোকেই ভালবাসে আর এভাবেই
ভালবেসে যেতে চায়

অপেক্ষা...

"কাউকে ভুলে যাওয়াটা দোষের না ...
জীবনটা তোমার,
হৃদয়টা তোমার ... বুকের ভেতরের
প্রতিটা ইঞ্চি ইঞ্চি জায়গাও
তোমার ... একান্তই তোমার ...
তুমি চাইলেই
সেখানে কাউকে জায়গা দিতে পারো,
কাউকে জায়গা নাও দিতে পারো !!
তুমি চাইলেই
কাউকে মনে রাখতে পারো, চাইলেই
ভুলে যেতে পারো ... চাইলেই তোমার
মনের
ক্যানভাসে কারো ছবি আঁকতে পারো,
চাইলেই ইরেজার
দিয়ে ছবিটা মুছে ফেলতে পারো ...
তোমার অধিকার আছে ...
তোমার হৃদয়ের
ভেতরে কাউকে জায়গা দেয়ার
অধিকার, আবার
ওখান থেকে কাউকে মুছে ফেলার
অধিকার !!
কিন্তু ...
কারো জীবনে নিজে জায়গা করে নিয়ে সেখান
থেকে হুট
করে সরে যাওয়ার অধিকার তোমার
নেই ...
কারো জীবনে হাজারটা মনে রাখার
মত মূহুর্ত উপহার
দিয়ে সেই উপহার কেড়ে নেয়ার
অধিকার তোমার নেই ...
কারো হৃদয়ের ছোট্ট ঘরটা নিজের
টুকরো টুকরো স্মৃতি দিয়ে পূর্ণ
করে একদিন হুট করে সবকিছু শূন্য
করে দেয়ার অধিকার তোমার নেই !!
জীবনটা শুধু "আমি" কিংবা শুধু "তুমি"
হলে, অধিকার
খাটিয়ে "আমি" হয়ে সরে আসা যায় ...
কিন্তু "তুমি" আর "আমি"
মিলে যখন "আমরা" হয়ে যায়, তখন "আমরা"
থেকে "আমি"
হয়ে সরে আসাটা ভীষণ অপরাধ !!
সরে আসা "আমি" এর মধ্যে কোন অপরাধ
বোধ জাগে না ... তার কোন বোধই
জাগে না ... তার বোধ
ঘুমিয়ে থাকে ...
ঘুমাতে পারে না শুধু "তুমি" ... "আমরা"
এর অবশিষ্ট
টুকরো টুকরো ছিন্নভিন্ন অংশ
নিয়ে সে অপেক্ষা করে ...
"সবকিছু ঠিক হয়ে যাওয়া পর্যন্ত"

না হয় এটাই আমার সুখ

জানি আমার কথা গুলো তোমার কখনো জানা হবে না
আমি তোমাকে হাজার চেষ্টা করেও আমার মনের কথা গুলো বলতে পারবোনা
বুঝাতে পারবোনা তোমাকে কতটা ভালবাসি
বলতে পারবোনা তোমাকে ছাড়া জীবনটা আমার কতটা নিঃস্ব মনে হয়
জানি আমার কাছে যা ভালবাসা তা তোমার কাছে অবহেলিত কোন আক গল্প
জানি তুমি আমাকে কখনো কাছে টেনে নিবানা
জানি আমার মুখে তোমাকে ভালবাসি বলতে চাওয়াটা আকাশের চাঁদ পাওয়ার মতো
তাই যতোটুকু কাছে আছি এতেই আমি সন্তুষ্ট
কিন্তু জানিনা কেন বার বার বলতে ইচ্ছা করে
আমি তোমাকে ভালবাসি
অনেক বেশি ভালবাসি......

জানিনা কেন আশা তোমাকে নিয়ে
শুধু একটা কথা এ জানি
বিধাতা যদি আমাকে একটা আশা পুরন করার সুযোগ দিতে চাইতো তবে আমি শুধু তোমাকে ই চাইতাম
বলবনা তোমাকে কিছুই
যদি কখনো বুঝার ক্ষমতা হয় তবে
বুঝে নিও......।।
কেন বলবনা জানো?
যদি বলার পর তোমাকে হারিয়ে ফেলি তাই...।
পেয়ে হারানোর চেয়ে পাওয়ার মিথ্যা আশায় বাচাটাতে যে অনেক শান্তি আছে......

ভালবাসার নামই বিশ্বাস

একটি ছেলে ও একটি মেয়ে
তারা একে অপরকে খুব ভালবাসে...
একদিন তারা একটি ব্রীজ এর উপর দিয়ে
যাচ্ছিল। ছেলেটি অত্যন্ত দুশ্চিন্তায়
ছিল
কারন ব্রীজটা ঝুঁকিপূর্ন ছিল।
সে মেয়েটিকে বলল,
"তুমি আমার হাতটা ভাল করে ধর,
না হলে তুমি নদীতে পড়ে যাবে।" ...
মেয়েটি তারপর ছেলেটিকে বলল,
"তুমি আমার হাত ধর...
আমি তোমাকে ধরব না
" ছেলেটি জিজ্ঞাসা করল "
এর মধ্যে পার্থক্য কি ?
একই কথাইতো!" মেয়েটি বলল,
"আমি যদি তোমার হাত ধরি তাহলে
আমি ভুল করে হাত ছেড়ে দিতে পারি
অথবা আমার হাত ছুটে যেতে পারে
এবং আমি পড়ে যেতে পারি...
কিন্তু তুমি যদি আমার হাত ধর তাহলে
আমি নিশ্চিত আমার কিছুই হবে না,
তুমি কখনোই আমার হাত ছুটে যেতে
দিবেনা.........
আসলে কাউকে ভালোবাসলে
তার প্ৰতি আত্নবিস্বাস রাখতে হয়...।

কিছু কথা

ভালবাসাটা বড় কথা নয়
ভালবাসাটা ধরে রাখাটাই বড়
কাউকে ভাল লাগার অর্থ এই নয় যে তাকে
ভালবাসতেই হবে
আবার ভালবাসলাম বলে যে তাকে পেতেই হবে
এমনটাও নয়
ভালবাসা শব্দটির অর্থ অনেক বড়

সে ই ভাগ্যবান বা ভাগ্যবতী যে সত্য ভালবাসা পায়