Local Time

Translate in your Language

বন্ধু তোমায় চাই



এলোমেলো জীবন যখন
আশা হয়ে তুমি এলে
রঙহীন জীবনটাকে-
আবার রাঙ্গিয়ে দিলে
আশা ছিল যা, তা যেন আজ
আবার এলো ফিরে
সরে গেল সব মেঘ
যা ছিল আমায় ঘিরে
সুখের হাসি হাসছে মন
ভুলে গিয়ে দুঃখ
এতটা দিন কেন দূরে ছিলে
হয়েও আমার সুখ?
কি পেয়েছি কি পাইনি
হিসাব করতে চাইনা
আজকে আমি বাঁধন ছাড়া-
দুঃখ যে খুঁজেই পাইনা
স্বপ্নে যেন কাটছে দিন
এমন লাগছে আজ
আর কখনো হইওনা রাগ
হইওনা আর নারাজ
স্বাধ্য আমার নাইতো অতো-
দেওয়ার কিছুই নাই
নিঃস্ব জীবনে তবুও আমি
বন্ধু তোমায় চাই।
সুখে দুঃখে থেকো পাশে
এটাই শুধু চাই
তোমার কাছে এর চেয়ে বেশি-
চাওয়ার কিছু নাই

তুমি ই আমার সব