Local Time

Translate in your Language

তোমার জন্য লিখছি

 জানরে আমার জান
আমার আত্মা দেহ প্রাণ
তুমি হিনা আমার কাছে
রাত দিন সবই এক সমান।

তুমি আছো তাই আমি আছি
তোমার তরেই বেচে আছি
যত দূরে থাকো তাই
থাকো রিদয়ের কাছা কাছি।

তোমার তরে আমার আমার লেখা
তোমার কাছে আমার শেখা
তোমায় নিয়ে লিখি কাব্য
  লিখি হাজার গল্প
যত লিখি তোমার কথা
মনে হয়তা অল্প।

লিখি  দিবা রাতি তাই
যত লিখি বলি মন ভরে নাই
তোমার জন্য লিখে যে
অনেক শান্তি পাই।

নীল ডায়েরীর পাতা

কিছু মানুষ গভীর ভাবে কিছু একটা
পেতে চায়, হয়তো একটু ভালবাসা
অথবা আপন মানুষের মায়া জড়ানো
আবেগ ভরা কিছু কথা। দিনের পর দিন
রাতকে ভোর করে দেয় অপেক্ষার প্রহর
গুনে, দেখে পেলে ভোরের সূযটাও
কিন্তু দেখা হয়না প্রিয় মানুষের
মায়া জড়ানো মুখটা। ভাগ্য তাদের
থেকে নিরাপদ দুরত্ত বজায় রেখে
চলে......... তাদের অপরাধ তারা
ভালবাসা পেতে চায় অনেক বেশী,
হয়তো তাই তারা পায় না। ভালবাসা
খুজতে গিয়ে খুজে নেয় আকাশ সমান
কষ্ট অতিতের পাতা গেটে......... এই
কষ্টের কষাঘাতে পিষ্ট হতে হতে
তাদের পৃথিবী হয়ে আসে অনেক ছোট
শেষ হয়ে যায় সবটুকু পথ চলা, পাড়ি
জমায় অন্য একটা পৃথিবীতে......... রেখে
যায় রাতের আধারে হ্রদয়ের সবটুকু
আবেগ দিয়ে লেখা কিছু নীল
ডায়েরীর পাতা..............!

নীল কবিতা

পৃথিবীতে কিছু মানুষ খুব একা একেবারেই একা.....নিঃসঙ্গ রাতের মত, মাঝরাতের চাঁদের মত, ঝড়ের রাতে নিড় হারা পাখির মতইই একা। কিন্তু কিছু মানুষের একাকিত্ত শুধু তার বালিস আর ওই সিলিং জানে রাতের আধারে ওই সিলিং যখন বলে তুই একা তখন নিজের অজান্তেই ২ ফোটা জল জমে বালিসে। এই জল শুধু জল নয় হাজারো ভাঙ্গা সপ্ন দিয়ে তৈরি ২ ফোটা কস্ট.....এই কস্ট কেও দেখে না দেখা যায় না লুকিয়ে থাকে। কিন্তু রাতের কাছে কিছুই লুকানো যায় না কেও পারে না লুকাতে কারো কাছে রাত বরই নিসঠুর..... প্রতিটা রাত ফিরে আসে মনের গভিরের লুকানো কস্টের প্রতিচ্ছবি হয়ে...... রাতদের মাঝ থেকে কস্ট মাখা রাতগুলো হারিয়ে যায়না হয়তো একদিন তারা নিজেরাই হারিয়ে যায় কালের অতল গহবরে ইতিহাসে ও থাকে না তাদের নাম লেখা থাকে শুধু স্ব রচিত ধুলো পড়া মলাটে কয়টি  কবিতা।